
জহির সিকদার, আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতাঃ এক সময় ফেসবুকে স্ট্যাটাস দিলেও চাকুরি হারাবার ভয় ছিল বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। তিনি বলেন, আমি নিজে রোহিঙ্গা ইস্যুতে বিবেকের তাড়নায় ফেসবুকে স্ট্যাটাস দিতে গিয়ে বিব্রত অবস্থায় পড়েছিলাম।
জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী বীর তরুণরা আমাদেরকে এই শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে এনেছে। জাতিকে মুক্ত করতে ২ হাজার তরুণ শাহাদত বরণ করেছে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে অসংখ্য তরুণ। এ ইতিহাস ভুলে গেলে চলবে না।জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে আগামী দিনে দেশ গড়ার যোগ্য করে গড়ে তুলতে হবে।মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,আশুগঞ্জে প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিল্লাল হোসেন,, শহরশিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি ও ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম , সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।পরে জেলা প্রশাসক উপজেলা চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।