
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ নিত্য পণ্যের দাম কমানো, সিন্ডিকেট ভাঙ্গো ও অযৌক্তিক ভ্যাট প্রত্যাহার সহ দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে পার্টির কেন্দ্রীয় গণতন্ত্র অভিযাত্রার অংশ হিসেবে পঞ্চগড় জেলার বোদা বাজারে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গণতন্ত্র অভিযাত্রার বিক্ষোভ মিছিল ও পদযাত্রাটি বোদা বাইপাস মোড় হতে শুরু হয়ে বোদা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বোদা কেন্দ্রীয় গোবিন্দ গোবিন্দ জিউঁ মন্দিরের সামনে পথ সভায় মিলিত হয়।পথসভায় সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আশরাফুল আলম, সিপিবি বোদা উপজেলা কমিটির সভাপতি কমরেড দিপক কুমার দে বাবলু, সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দিন মানিক প্রমুখ।পথসভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠায় জনজীবনের সংকট মোচনের আকাঙ্খা, গনতন্ত্রের আকাঙ্খা, ২৪’শের গণঅভ্যুত্থানের আকাঙ্খা, বৈষম্য মুক্তির আকাঙ্খা কমিউনিস্টরা ক্ষমতায় গিয়ে পূরণ করবে বলে ঘোষণা প্রদান করা হয়।