ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

‎শ্রীনগরে আদালতে মামলা চলমান: জোরপূর্বক জায়গায় দখলের চেষ্টা বাধা দেওয়ার মারধর

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের শ্রীনগরের পূর্ব কাঠালবাড়ি এলাকায় বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক জমি দখল করার অভিযোগ। ভুক্তভোগী লাখী বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার পূর্ব কাঠালবাড়ী এলাকার মিরা আক্তার (৪০),আলমগীর হোসেন এর ছেলে মৃদুল শেখ (২৫), জিদান শেখ (২৩), ঐ এলাকার মৃত আক্কেল আলী শিকদার এর ছেলে নাজির শিকদার (৪০), ইয়াসিন শিকদার (৩০), জাফর সরকার সহ অজ্ঞাত ৫ -৬ মিলে ফসলি জমি সহ ঘর বাড়ি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। মিরা আক্তার আমার আপন বোন মৃদুল শেখ ও জিদান শেখ বোনের ছেলে। আমার বাবা মা জিবীত থাকাবস্থায় তাহাদের স্থাবর অস্থাবর সম্পত্তি আমি এবং আমার বোন মিরা আক্তারকে সমানভাবে রেজিস্ট্রি করিয়া দেয়। পরবর্তীতে মিরা আক্তার জাল জারিয়াতির মাধ্যমে জাল দলিল সৃজন করিয়া সমস্ত সম্পত্তি সহ আমার ভোগ দখলকৃত জায়গা ও ঘর বাড়ী ওর নামে লিখিয়া দিয়াছে মর্মে দাবী করিলে বিবাদীর উক্ত জাল জালিয়াতির বিরুদ্ধে আমার মা জিবীত থাকাবস্থায় বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। যাহার মামলা নং- ৬৬/২০১৬ দাযের করি। বর্ণিত মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পরবর্তীতে আমি নিজেও বিবাদীর বিরুদ্ধে দেওয়ানী মোকাদ্দমা নং-১৫৪/২০২০ দায়ের করি। উক্ত মামলা চলমান থাকার পরেও মিরা আক্তার বিভিন্ন সময়ে উক্ত সম্পত্তি বিক্রির চেষ্টা করিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় উপরোক্ত মিরা আক্তার শ্রীনগর থানাধীন সাবেক ৯৩ নং হালে ৪৬ নং বাঘড়া মৌজাস্থিত এসএ- ৩০৭৮ নং আরএস- ১২২০ নং, নামজারী ৬০১১ নং খতিয়ানের ৮৯১৮ নং জোতভূক্ত সিএস ও এসএ ৩২৭৭, আরএস- ৫৯৭৬ নং দাগের নাল পরিমান ১ একর ৫৭ শতাংশ হইতে ৫২ শতাংশ। সিএস ও এসএ- ৩২৪৯, আরএস- ৯৮ শতাংশ হইতে ৩২ শতাংশ, দুই দাগে ৮৪ শতাংশ।বর্ণিত সম্পত্তি ইয়াসিন সিকদার ও জাফর সরকার এর নিকট বায়নানামা দলিল নং- ১১৩৭৪/২০২৪ মূলে বিক্রি করে। আমি তাদেরকে উক্ত জমি নিয়ে মামলা চলমান থাকার বিষয়ে এবং উক্ত জমি ক্রয় করিতে নিষেধ করিলেও বিবাদীরা আমাদের কোন কথায় কর্ণপাত না করিয়া উক্ত জমি ক্রয়ের জন্য বায়নাপত্র দলিল করিয়াছে। বিবাদীরা বায়না সূত্রে জমি ক্রয় করিয়াই আমাদেরকে উক্ত সম্পত্তি জবর দখল করার পায়তারা করিয়া আসিতেছে। বিগত ১৮/০১/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ২ ঘটিকার সময় উপরোক্ত ইয়াসিন সিকদার ও জাফর সরকার সহ অজ্ঞাতনামা বিবাদীদের নিয়ে বর্ণিত ফসলি জমি জবর দখল করার উদ্দ্যেগ নিলে আমি এবং আমার ছেলে লিয়ন বাধা প্রদান করিলে বিবাদীরা আমাদেরকে মারধর করে আহত করে। এলাকাবাসী এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকী দিয়ে দ্রুত ঘটনাস্ত ত্যাগ করে।অভিযুক্ত মিরা আক্তার বলেন, আমার মা আমাকে জায়গা লিখে দিয়ে গেছে। সে দলিল আমার কাছে রয়েছে। তাহলে আপনার মা কেন আপনার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন এই প্রশ্নের জবাবে তিনি কোন সদ উত্তর দিতে পারেনি। এ বিষয়ে নাজির সিকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এলাকাবাসী থেকে খবর নিয়ে কাগজ দেখে জায়গা ক্রয় করেছি। মামলা চলছে ওদের দুই বোনের মধ্যে আমি এই বিষয়ে কিছু জানিনা।এ বিষয়ে শ্রীনগর থানার এসআই হামজা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ