ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

চকবাজারে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা, গ্রেফতার ৬

রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি ও চকবাজার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মো.হুমায়ুন কবির (২৮),মো. আরিফুল ইসলাম (৪০),আনোয়ার হোসেন খোকন (৪৮), মো. শাহাবুদ্দিন (৪৫),মো.নাজমুল আলম উজ্জ্বল (৩৬) ও মো.সুমন (২৬)।

গত ২৭ ও ২৮ জানুয়ারি চকবাজার থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে ডিবি ও চকবাজার থানা পুলিশের যৌথ টিম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত (২৬ জানুয়ারি) সকালে পুলিশ, র‌্যাবের সহযোগিতায় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে একটি দল চকবাজার এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে পশ্চিম ইসলামবাগের মোঃ কবির হোসেন ও মো.ইলিয়াছ সরদারের ভাড়া করা বাসা থেকে মোট (৪০ মণনিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে সেসব পলিথিন একটি পিকআপে উঠিয়ে ফেরার পথে ১৫০-২০০ জন ব্যক্তি লাঠি,ইট,লোহার রড দিয়ে তাদের পথরোধ করে এবং সঙ্গে থাকা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক (উপসচিব) মো.শওকত আলীকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে। অতঃপর তারা পিকআপে থাকা জব্দকৃত নিষিদ্ধ ৪০ বস্তা পলিথিন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং পিকআপটি ভাংচুর করে। হামলায় আহত পরিচালক মো.শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ২৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.মোতাহের হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত ছয়জনসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে ডিএমপির চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা পর গত ২৭ জানুয়ারি রাতে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে চকবাজার থানা এলাকা হতে মো.হুমায়ুন কবির ও মো.আরিফুল ইসলাম নামে দুইজনকে এবং ২৮ জানুয়ারি চকবাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খোকন,শাহাবুদ্দিন,মো.নাজমুল হাসান উজ্জ্বল ও মো.সুমন নামে আরও চারজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ