
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পুলিশ সোমবার (২৭ জানুয়ারি) রাতে একটি অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, হাসুয়া, কিরিচি এবং বিভিন্ন ধরনের মোবাইল ও বিপুল সংখ্যক এটিএম কার্ড।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপির) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উপকমিশনার (অপরাধ) মো.রইছ উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন মো.আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), মো. আজিম উদ্দিন (২৩), মো. রিফাদ (১৯), মো. জুয়েল (২০)।
রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সন্ধ্যা ৮টা ২০ মিনিটে কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড় ইউসুফের বাড়ির ২য় তলায় অভিযান চালান। এসময় ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২২ থেকে ২৩ বছর বয়সী যুবকরা ছিলেন।
পুলিশ জানায়, আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ৩টি হাসুয়া, ৬টি কিরিচি, ২টি চাইনিজ কুড়াল, ২টি কাটার, ১টি ড্রিল মেশিন, ৬টি এন্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল, ৫টি ডেমো মোবাইল, ১টি ইলেকট্রিক শট, ১টি মনিটর, ৩টি হাতঘড়ি, ৮টি এটিএম কার্ড, ১টি হ্যান্ড ব্যাগ এবং ১টি সাদা প্লাস্টিকের বস্তা।
উপকমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, এই ডাকাত দল ছোট সাজ্জাদের নেতৃত্বে বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন স্থান থেকে পথচারীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকা, ঘড়ি, এটিএম কার্ডসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
ডিআই/এসকে