
পঞ্চগড়ে প্রাইম ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে সলেমান আলী (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার প্রাইম ক্লিনিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সলেমান মাগুরা ধনিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলেমান তার মায়ের সঙ্গে প্রাইম ক্লিনিকে একজন রোগী দেখতে আসে। দ্বিতীয় তলায় রোগীর কাছে অবস্থান করার সময় সবার অগোচরে সলেমান তৃতীয় তলায় চলে যায়। সেখানে গিয়ে অসাবধানতাবশত তৃতীয় তলার বারান্দা থেকে নিচে পড়ে যায় সে। শিশুটির চিৎকার শুনে ক্লিনিকের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রাইম ক্লিনিক দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও তৃতীয় তলার বারান্দায় কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। অরক্ষিত বারান্দার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, শিশুটির লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।