ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ঝিনাইগাতীতে বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র ২ বারের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় আমিনুল ইসলাম বাদশার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বাদশা বলেন গত ২৩ জানুয়ারি বৃহস্প্রতিবার বিকালে তার নেতৃত্বে তার বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় এক দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোওয়া মাহফিলের ঘটনাকে কেন্দ্র করে ২৫ জানুয়ারি শনিবার উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহজাহান আকন্দ এক সংবাদ সম্মেলন করে উদ্দেশ্য প্রনোদিতভাবে তার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিমুলক বক্তব্য প্রদান করে, এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন ২০০৯ সালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ২ বারের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাদশাকে দলের কোন পদে রাখা হয়নি। তিনি বলেন দলের কোন পদে তাকে না রাখার কারনে ২০২৪ সালের ৮মে তৃতীয় বারের মতো তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এসময় দল থেকে দলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে। পরবর্তীতে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করা হলে হাইকমান্ড তাকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পরামর্শ দেন। সে অনুযায়ী তিনি আবেদন করেন বলে জানান। এ বিষয়ে দোওয়া মাহফিলে অংশ গ্রহনকারি নেতা-কর্মীরা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে তিনি তার বহিষ্কারের আবেদনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানান।
এ ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দের সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমিনুল ইসলাম বাদশা। উক্ত সংবাদ সম্মেলনে বিএনপির অঙ্গসংগঠনের দলীয় নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।

শেয়ার করুনঃ