
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা। রোববার (২৬ জানুয়ারি২০২৫) রাত ৮টার দিকে জেলা শহরের টিএ রোড থেকে মিছিলটি শুরু হয়ে ট্যাংকের পাড় মোড়ে গিয়ে শেষ হয়। এতে কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারওয়ার খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মুমিনুল হক, আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও যুবদল নেতা মুনির হোসেন প্রমুখ।