
নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে স্বাধীন বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাটে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নড়াইল ভিক্টোরিয়ান ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টে ১৬টি টিম অংশ নিয়েছে। নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেকসহ ভিক্টোরিয়ান ক্লাবের সদস্যরা এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোদন করেন। উদ্ভোদনী ম্যাচে অংশ নিয়েছেন রাইজিংসান যশোর বনাম আতঙ্ক ক্রিকেট একাদশ। এ টুর্নামেন্টটি ১১ প্লেয়ার এবং ১২ ওভারে নকআউট সিস্টেমে অনুষ্ঠিত হবে। দেওয়া হবে প্রতি ম্যাচেই ম্যান অফ দ্যা ম্যাচ। ট্রফিসহ প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীরা পাবেন নগদ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রানার্সআপ টিম পাবেন নগদ ২০ হাজার টাকা। এ সময় ভিক্টোরিয়ান ক্লাবের সদস্যরাসহ ক্রীড়াপ্রেমিরা উপস্থিত ছিলেন।