
নিজস্ব সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু ব্যাপারীর ঢালে মাদক ব্যবসায়ীদের হাতে এক সিনএনজি চালককে পিটিয়ে হত্যার করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮ টায় কেরানীগঞ্জের মনু বেপারীর ঢাল সংলগ্ন কবরস্থান এলাকার রমজানের চা দোকানের সামনে এই ঘটনা ঘটে।
রাতে মাদককারবারীদের হামলায় আহত রহিমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড হাসপাতাল) নিয়ে আসা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত রহিম হোসেন ছেলে সাকিব হাওলাদার স্থানীয় মাদক কারবারিদের মাদক বিক্রিতে রাজি না হলে সাকিব কে পিটিয়ে আহত করে এবং সিএনজি চালক রহিম হোসেনকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার।
নিহতের পরিবারের পক্ষ থেকে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ব্যাটেলিয়ান অ্যাকশন র্যাব ১০ এর টিম অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ভাংগনা এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে।