
নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক: বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করিয়ে দিতে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। এই উৎসবটি প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৬ জানুয়ারী) এ পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কল্যাণ ট্রাষ্টের কো-চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কাজী মোঃ নূর-উল ফেরদৌস, অধ্যক্ষ মোঃ নুরুল আমিন, সহকারী পুলিশ সুপার মোঃ জামিলুল হক, রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া।ভিন্ন ভিন্ন নামের ২৬টি স্টলে দেশীয় শতাধিক নানা রকমের মুখরোচক পিঠা স্থান পায় এ উৎসবে। দিনব্যাপী চলমান পিঠা উৎসবে আগত অতিথি ও অভিভাবক সহ ১৩’শ (তেরশত) শিক্ষার্থীর পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই উৎসবে কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অভিভাব ও দর্শনার্থীদের পদাচারণায় উৎসব মুখের হয়ে উঠে পিঠা উৎসব।