
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সাহেনশাহ হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার এজাহারনামীয় আসামি লালা ওরফে মোক্তার লালাকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে মোহাম্মদপুর থানাধীন আল্লাহ করিম এলাকা হতে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে।
সোমবার (২৭ জানুয়ারি ) দুপুরে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু ঢাকা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গতরাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সাহেন শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ভূইয়া সোহেল ও কলিন জাম্বু গ্রুপের অন্যতম সদস্য লালা ওরফে মোক্তার লালা (৫৫) মোহাম্মদপুরের আল্লাহ করিম এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে র্যাব-২ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে লালাকে গ্রেফতার করে।
আসামিকে জিজ্ঞাসাবাদের তথ্যে র্যাব জানায়,সে ‘কলিন জাম্বু গ্রুপ’ এর সদস্য এবং মাদক ব্যবসায়ী ভূইয়া সোহেলের অন্যতম সহযোগী তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় সাহেনশাহ হত্যা সহ ৩টি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি হতে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে র্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে