
ঢাকা মহানগরীসহ র্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের পক্ষ থেকে রবিবার গভীর রাতে।
শীতবস্ত্র বিতরণ করেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস তাপস কর্মকার সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
তাপস কর্মকার বলেন, প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্য প্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। গত কয়েকদিন ধরে রাজধানী ও এর আশে পাশের এলাকায় ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। এজন্য অসহায় দুস্থ শীতার্তদের কষ্ট নিবারনে অন্যান্য বছরের মত এই শীতেও ঢাকা মহানগরীসহ র্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব ফোর্সেস।
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে র্যাবের মহাপরিচালক এর দিকনির্দেশনায় ঢাকা মহানগরীর সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, লালবাগ, কোতোয়ালী এবং মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন র্যাব-১০ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. লুৎফুল হাদিসহ উক্ত ব্যাটালিয়নের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এসব শীতবস্ত্র পেয়ে অসহায় দুঃস্থ লোকজন র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
তাপস কর্মকার জানান, র্যাব ফোর্সেস জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত। ভবিষ্যতে এ ধরনের জনকল্যানমূলক কাজ অব্যহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. লুৎফুল হাদিসহ উক্ত ব্যাটালিয়নের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
ডিআই/এসকে