
কুড়িগ্রামের চিলমারীতে তফসিল বাতিলের দাবিতে ও অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করছে বিএনপি। আজ রবিবার (২৬ নভেম্বর) সকালে চিলমারী উপজেলা বিএনপির নেতা আবু সাইদ হোসেন পাখীর নেতৃত্বে তফসিল বাতিলের দাবিতে ও অবরোধের সমর্থনে উপজেলার থানাহাট ইউনিয়নের এলএসডি মোড়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সবুজ পাড়া মন্দিরের মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মৎস জীবি দলের সভাপতি আমজাদ হোসেন, সহ সভাপতি মো.রাশেদ মিয়া, সাজু মিয়া, সাধারন সম্পাদক মো. নুর আলম ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু হানিফা সাদ্দাম, তাতী দলের নেতা মো. ছক্কু মিয়া, ছাত্রদলের নেতা শামিম মিয়া প্রমুখ।