
বাংলাদেশ স্কাউট বোদা উপজেলার শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন গতকাল রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে বোদা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। স্কাউট বোদা উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন জেলা স্কাউট প্রতিনিধি মো. সোহেল ইসলাম, দিপক কুমার দে, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহরিয়ার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আইবুল ইসলাম, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু সাঈদ নুর আলম (বাবু), তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ।
কাউন্সিলে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগণ্ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির কে সভাপতি উপস্থিত কাউন্সিলারদের সমর্থনে মো. আবু সাঈদ নুর আলম কে সাধারণ সম্পাদক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আইবুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহাজান মন্ডলকে কমিশনার ও প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে ট্রেজার করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।