
মো. সফর মিয়া,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আল আমিন ফকির ডালিম নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা কে আটক করেছে নবীনগর থানা পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।ডালিম উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ডাঃ এরশাদ মিয়ার ছেলে। সে শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।এ বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা থাকায় আল আমিন ফকির ডালিমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।