
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট ( দিনাজপুর):
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০০ জন সমকল ভূমিত্ েবসবাসরত ◌্অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে মুরগির খাদ্য
বিতরণ করা হয়েছে। সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির র্আথ সামাজিক ও জীবনমানের লক্ষ্যে সমন্মিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিতরন করা হয়েছে।সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর র্আথ- সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ৫০০ জন উপকারভোগীর প্রত্যেককে ৫০ কেজি করে খাদ্য বিতরণ করা হয়।মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এসব বিতরণ করা হয়।
বিতরন করেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ রবিউল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজলা সহকারী প্রাণী সম্পদ অফিসার মোঃ আনোয়ার হোসেন,উপজেলা প্রাণী সম্পদ সম্প্রনারণ অফিসার মোঃ মামুনুর রশীদ ◌েও ফেসিলেটিটর অফিসার রাইসেল হেমরম।