
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কৃষক দল দাস পাড়া ইউনিয়ন শাখার আয়োজনে ২৫ জানুয়ারী শনিবার বিকালে ল্যাংড়া মুন্সির পুল,মাদ্রাসার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কৃষক সমাবেশে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবীদ এ কেএম মিজানুর রহমান লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল,কেন্দ্রীয় কমিটি। এ কৃষক সমাবেশে এসময় সভাপতিত্ব করেন মোঃ দিদার আকন আহবায়ক দাসপাড়া ইউনিয়ন কৃষক দল।
এছাড়াও এসময় কৃষক সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দাসপাড়া ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।