
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ মৃত্যুবার্ষীকি পালিত হয়েছে। কুমিল্লা – ৯ সংসদীয় আসনের বিএনপির দলীয় সাবেক এমপি কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিমের অনুসারী বিএনপির দলীয় নেতাকর্মীরা ২৫ শে জানুয়ারি শনিবার লাকসাম শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ফজলে রহমান আয়াজ চৌধুরী।
লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মনির আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন – লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা মনজুরুল আলম বাচ্চু, মোঃ শরিফ হোসেন শরিফ, ইসমাইল হেসেন,সৈয়দ মোঃ শহীদ হোসেন শহীদ, আবদুল আউয়াল মেম্বার, আমান উল্লাহ মজুমদার, জাহাঙ্গীর আলম, সেলিম মিয়া,প্রবাসি জাহাঙ্গীর আলম,মিজানুর রহমান,ন, ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও যুবদল নেতা মোরশেদ আলম মুশু, মুহাম্মদ জাহিদ হোসেন জাহিদ, ছাত্রদল নেতা মহিন উদ্দিন মহিন প্রমুখ।বক্তরা বলেন রাষ্ট্রীয় পাশবিক নির্যাতনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কনিষ্ঠপুত্র ও ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে রাজনৈতিক প্রতিহিংসায় নির্যাতন চালিয়ে হত্যা করেছে ১/১১ সরকার। হত্যা, গুম, খুন করে জিয়া পরিবারকে মানুষের হ্নদয়ে থেকে মুছেফেলা যাবে না। বিএনপির দলীয় নেতাকর্মীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মরহুম আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।