
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বর্তমান এমপি বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে এবারে তিনিসহ নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ১৪ জন।
এরা সবাই আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চান। তাদের মধ্যে রয়েছেন সংরক্ষিত আসনের দুইজন সংসদ সদস্য, সাবেক এমপি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ একাধিক কেন্দ্রীয় নেতা।
তবে বড় একটি অংশ রয়েছেন যারা নিজের মনোনয়ন নিশ্চিত করার চেয়ে শওকত হাচানুর রহমান রিমনকে ঠেকাতে নৌকার মনোনয়ন চেয়ে দল ভারী করেছেন বলে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মি সূত্র জানিয়েছে।
তবে এর মাঝেও চলছে নানা গুঞ্জন। শুক্রুবার তেজগাঁওয়ে দলীয় কার্যালয় বরিশাল বিভাগের সংসদীয় আসনের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের সাক্ষাৎ নেওয়া হয়। এর পরই শুরু হয় গুঞ্জন। সমর্থকরা যার যার মত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ো খবর প্রচার করে হচ্ছেন আগামীর নৌকার কান্ডারি।
এমপি শওকত হাচানুর রহমান রিমনই থাকছেন না বরগুনা-২ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ আসছে? এমই প্রশ্নের উত্তরে বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলিলুর রহমান মল্লিক বলেন, আমরা সেই অপেক্ষার প্রহর গুনছি। বর্তমান এমপি আলহাজহাজ শওকত হাচানুর রহমান রিমন ছাড়াও এ আসনে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন চেয়েছেন- মহিলা সংরক্ষিত আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুলতানা নাদিরা, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আব্দুল মালেক ( এড: মশিউর মালেক),সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র এবিএম গোলাম কবির, বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার,পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: জাবির হোসেন, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশেদ হাওলাদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রবাসী ড. মাহাবুবুর রহমান, বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: আমিনুল ইসলাম খান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হোসনেয়ারা রানী, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু ও ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুল ইসলাম।
বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ শওকত হাচানুর রহমান রিমন এ আসন থেকে একাধিকবার এমপি হন। এরপর থেকে ৩ উপজেলা কমিটির শীর্ষ নেতা জনপ্রতিনিধিদের সাথে তাঁর বৈরী সম্পর্ক তৈরি হয়। যা অধ্যাবধি চলে আসছে।