
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ছয় লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি পিকআপসহ পেশাদার তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-মো.ইব্রাহিম শেখ (২২), মো. রহমত শেখ (১৯) ও মো.হৃদয় (২৬)।
শনিবার (২৫ জানুয়ারি ) দুপুর সোয়া ১ টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউলুপে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়,শনিবার দুপুরে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে লালবাগ জোনাল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন মাদক কারবারি পিকআপে করে গাঁজা নিয়ে রাজধানীতে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের মাতুয়াইল ইউলুপে চেকপোস্ট পরিচালনা করে ডিবি-পুলিশের টিম। পরবর্তীতে দুপুর দের টায় ডিবি-পুলিশের চেকপোস্টে সন্দেহজনক পিকআপটি আটক করা হয়। পিকআপটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও মাদক কারবারি ইব্রাহিম শেখ,রহমত শেখ ও হৃদয়কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রয়ের জন্য গাঁজা নিয়ে ঢাকায় প্রবেশ করছিলো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে