
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা আনুমানিক ১২ টার দিকে বাইশারী ইউনিয়নের যৌথ খামার পাড়ার নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম শাহরিন ছিদ্দিকা (১৩) বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী ও আবু তালেবে মেয়ে। তিন বোন ও তিন ভাইদের মধ্যে সে ৩য়।
পিতা আবু তালেব জানান মেয়ের মা মহেশখালীতে বড় মেয়ের শাশুড় বাড়ীতে বেড়াইতে যান। আমি অসুস্থতার কারনে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখাতে যায়। ছোট্ট ২ সন্তান একজন নুরানী মাদ্রাসায় ও আরেকজন বাইশারী বাজারে একটি চায়ের দোকানে থাকেন। বাড়ীতে মেয়েটি একাই ছিলেন।
তিনি ডাক্তার দেখিয়ে বাসায় আসতে অনুমানিক আড়াইটা হবে।এসে মেয়েকে অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পাননি তখন বাড়ীর ভিতর প্রবেশ করে ছোট্ট মাদ্রাসায় পড়ুয়া ছাত্রটি ও বোনকে খোঁজাখুঁজির পর না পেয়ে রুমের ভিতর ঘরের ছালের গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাড়াতাড়ি নামিয়ে পেলে।
এসময় সে মারা যায়।
পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবু তাহের কে জানানো হলে তিনি বাইশারী তদন্তকেন্দ্রের ইনচার্জ কে ঘটনাটি অবহিত করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে যান এবং মরদেহ সুরতহল শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
ঘটনা স্থলে যাওয়া পুলিশের এস আই মোঃ আবু সায়েম জানান, কি কারণে আত্মহত্যা করেছে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
আশ পাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, মেয়েটি অনেক ভাল কিন্তু তার মতের বিরুদ্ধে বিয়ে টিক করায় এ ঘটনা হতে পারে।