
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: শান্তি পূর্ণ পরিবেশে পটুয়াখালী বন কর্মচারী কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ( রেজিঃনং-৬৭ পিডি,তারিখ :১৪ /০৭/২০০৮ খ্রিঃ) ২০২৫’র নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার সকালে পটুয়াখালী শহরের নিউ মার্কেট, ফরেষ্ট লঞ্চ ঘাট এলাকায় এ সমিতির অফিসে উক্ত নির্বাচন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টার সময় শেষ হয়। উক্ত নির্বাচন পরিচালনা করেন পটুয়াখালী বন কর্মচারী কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ পটুয়াখালী সদর পটুয়াখালী নির্বাচন কমিটি/২০২৫’র সভাপতি মোঃ কামরুজ্জামান ও সদস্য সুশান্ত কুমার দাস এবং মোহাম্মদ নাজমুল হাসান। এ নির্বাচনে বর্তমান সভাপতি মোঃ ইউসুফ আলী হাওলাদার( চেয়ার-৫১ভোট) কে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ এমদাদ হোসেন। তিনি ছাতা প্রতীকে পেয়েছেন ৯১ ভোট। কোষাধ্যক্ষ পদে দিলীপ চন্দ্র হাওলাদার ( হাঁস -৯৪ভোট) পেয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন পেয়েছেন( মই-৪৬ ভোট)। সদস্য পদে তিন জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন দুই জন। নির্বাচিত সদস্যরা হলেন, মোঃ আবদুল মজিদ শরীফ( মোরগ-৮৯ভোট) ও মোঃ হারুন অর রশিদ ( কলস-৮৫ ভোট)। তাদের প্রতিদ্বন্দ্বী মোঃ জাকির হোসেন ( মাছ)পেয়েছেন ৬৮ ভোট। এদিকে সহ-সভাপতি পদে মোঃ ছালেছ মিয়া( হরিণ) ও সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন ( টিউববয়েল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে ১৫৮ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।এর মধ্যে দু’টি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত: এ নির্বাচন স্হলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের পটুয়াখালী সদর রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি ও পটুয়াখালী সদর থানার এ এস আই মোঃ রাসেল এবং তার সঙ্গীয় ফোর্স ও সাংবাদিক বৃন্দরা। উক্ত নব- নির্বাচিত কমিটির মেয়াদ কাল ৩ বছর।