ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

গাবতলী থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

গাবতলী বাস টার্মিনালসহ গাবতলী এলাকায় পথচারী বিশেষ করে মহিলাদের সাথে থাকা ব্যাগ,মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো একটি চক্র। অনেক সময় চক্রের সদস্যরা ট্রাফিক সিগন্যালে জ্যামের সৃষ্টি হলে ভয়ভীতি দেখিয়ে সিএনজির রেকসিন কভার চাকু দিয়ে কেটে যাত্রীদের মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যেত।

গাবতলীর বেরিবাধ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এই ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল (২৭) ও মো. রিপন (১৯)। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি ) বিকেলে গাবতলীর বেরিবাধ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার থানার একটি টিম বিশেষ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাবতলী বাস টার্মিনালের পিছনে বেরিবাধ সংলগ্ন বটতলার সামনের রাস্তায় কতিপয় দুষ্কৃতকারী ছিনতাইয়ের জন্য সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের টিমটি দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর সময় রুবেল ও রিপনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় কয়েকজন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা উক্ত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে গাবতলী বাস টার্মিনালের পিছনে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়েছিলো বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ