ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে ফাটল: আতঙ্কে ডাক্তার ও রোগীরা

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট ( দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওর্য়াড ও ইমারজেন্সি রুমের বারান্দায় ছাদে ফাটল দেখা দিয়েছে, খুলে পড়ছে ছাদের পলেস্তার। যেকোনো সময় বড় ধরনের র্দুঘটনার আশঙ্কা ও আতঙ্কে থাকছেন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা।
১৯৬৫ সালে ৩১ শয্যা হাসপাতালে যাত্রা শুরুহয় পরে ২০২৩ সালে এই হাসপাতাল টি উন্নতি করন করে ৫০ শয্যা করা হয়। তবে এই পুরাতন ভবনটির দোতালায় পাশাপাশি নারী ও পুরুষ ওর্য়াড স্থাপন
করা হয়। এর আগেও এমন ফাটোল দেখা দিলে তা চুল শুঁড়কি দিয়ে মেরামত করা হয়। তবে এখন পুরুষ ওর্য়াড সহ ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তার খসে পড়ছে। তাই অনেকটা ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা নিতে রোগী ও স্বজনদের।সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, কয়েকটি উপজেলার মানুষ সেবা গ্রহণ করে এই হাসপাতালতে।হাসপাতাল ভবনের প্রথম তলার ছাদের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। ওই স্থানগুলো থেকে
পলেস্তারা ও সুরকি ভেঙে পড়ছে। অর্ন্তবিভাগ ও বর্হিবিভাগের রোগীরা ওই স্থানগুলো ঝুকি নিয়ে চলছেন। শুধু রোগীরই নন, এমন আতঙ্ক দেখা গেছে হাসপাতালে র্কমরত চিকি সক, র্নাস, র্কমর্কতা ও র্কমচারীদের মধ্যেও। হাসপাতালে র্কমরত ডাঃ আহসান হাবিব বলেন, হাসপাতালের ভবন অনেক পুরাতন হওয়ার কারণে
সাধারণ ওর্য়াডের ছাদে দেখা দিয়েছে ফাটল ও খুলে পড়ছে কলেজ পলেস্তার যা রোগী বা আমাদের ক্ষতির কারণ হতে পারে । এই বিষয়গুলো সংশ্লিষ্ট র্কতৃপক্ষকে জানিয়েছি আশা করি খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার রক্তদান স্বেচ্ছাসেবী ফুয়াদ বলেন, আমরা প্রায় হাসপাতালে রক্ত দিতে আসি। হাসাপাতালে এসে অনেকটা ভয়ের মধ্যে থাকতে হয়। কখন জানি এই ছাদের উপরের ফাটল ধরা অংশ খুলে পডে় র্দুঘটনা ঘটে।রোগীর স্বজন মনোয়ার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবণটির অনেক স্থানে ফাটল দেখা যাচ্ছে। যেকোনো সময় র্দুঘটনা ঘটতে পারে। অতি দ্রুত এটি মেরামত করা প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাক্তার মেহেদী হাসান বলেন, হাসপাতালে কিছু জরার্জীণ অংশে পলেস্তার খুলে পডে় যাচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং সরেজমিনে গিয়ে কয়েকবার দেখেছি। এই ছাদ ধসে পডে় আমাদের এক স্টাফ আহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা সর্তকতার সাথে কাজ করছি। এর আগেও এই জায়গাগুলো সংস্কারের কাজ হয়েছে তবে তা নিম্নমানের হওয়ার কারণে বেশি দিন টিকে নাই। এই ফাটল স্থানগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে উদ্বোধন র্কতৃপক্ষেকে অবহিত করেছি।

শেয়ার করুনঃ