
মো: আলিফ হোসেন স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের বালাসুর এলাকায় অবস্থিত নিউ অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিউ অক্সফোর্ড কিন্ডারগার্ডেন এন্ড হাই স্কুলের উপদেষ্টা মো: সিরাজুল ইসলাম সূর্য খান, আলম প্লাজার মালিক শামসুল আলম, রিগান হোসেন,মনির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক।অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।