
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট ( দিনাজপুর):
প্রতিষ্ঠার ৫৯ পর বছর চালু হলো দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ।শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার সূরা মসজিদ এলাকার নাইম মিয়ার স্ত্রী প্রসূতি সম্পা খাতুনের সিজারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন
থিয়েটার চালুকরা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাঃ মেহেদী হাসান বলেন,স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫৯ বছর পর অবশেষে অপারেশন থিয়েটার চালুহয়েছে। এতদিন অপারেশন সংশ্লিষ্ট চিকি সক ও যন্ত্রপাতি না থাকায় এই হাসপাতালে অপারেশন থিয়েটার চালুকরা যাচ্ছিল না। অপারেশন থিয়েটার চালুহওয়ায় র্পাশর্বতী কয়েকটি উপজেলার রোগীরা এখান
থেকে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, (ওসি) নাজমুল হক, ওসি তদন্ত শহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুসাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলুসহ হাসপাতালে র্কমরত চিকি সক, র্নাস, র্কমর্কতা ও র্কমচারীরা উপস্থিত ছিলেন।