
পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ কিশোরীকে ১৪ টি সেলাই মেশিন ও হতদরিদ্র ৩০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্নের সহযোগিতায় এসব উপকরন প্রদান করা হয়।
এছাড়া এসময় দরিদ্র দুই কৃষককে লবনসহিষ্ণ বোরো ধান চাষের জন্য ২০ হাজার টাকা সহয়তা দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল গাঠিয়া। বক্তারা নারীদের বিকল্প জীবিকায়নের জন্য সেলাই মেশিন ও ঝড়ে পড়া রোধে শিক্ষার্থীদের প্রদানকৃত উপকরন সঠিক ভাবে ব্যবহারের অনুরোধ জানান।