ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 
আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা, বাদী গৃহবধূ রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজাপুরে সেতু আছে নেই সংযোগ সড়ক নেই: অপচয় এক কোটি ৬৯ লাখ টাকা
বোদায় খালে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু
রূপসায় গুলি ও মাদকসহ যুবক আটক
মাধবপুরে চার আসামির মৃত্যুদণ্ড
এবার পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থার পরিকল্পনা:ডিএমপি কমিশনার
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান: রাস্তা ও ফুটপাতের অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ

নড়াইল জেলা গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল জেলা গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনালে শেখ রেজেন্সি গেস্ট হাউজের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইমাম হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক অধিকার পরিষদের খুলনা বিভাগীয় সমন্বয়ক মোছা. কবিতা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মো. জামাল খান, সহ-সভাপতি মো. আব্দুস সামাদ লস্কর, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত আল মামুন, যশোর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মিলন শেখ, নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আনিছুজ্জামান সোহাগ, লোহাগড়া উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. গোলাম মর্তুজা, সদস্য সচিব মো. মিনহাজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গণপরিষদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বচ্ছতা ও সুনামের সাথে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে। কয়েকটি সংগঠনের নেতা-কর্মীদের মতো চাঁদাবাজী, টেন্ডারবাজী, দখলবাজীসহ অপকর্মের কোন বদনাম নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করতে নেতাকর্মীদের জোরালোভাবে কাজ করার অনুরোধ জানান। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ