
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উপজেলা প্রকৌশলী শ্রীপাদ ননী গোপাল দাস ও তাঁর সহধর্মিণী শ্রীমতি কামনা দেবী দাসীর যৌথ উদ্যোগে তাদের গ্রামে যশোর জেলার কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের সনাতন ধর্মের বৈদিক গীতা স্কুল ও স্থানীয় ভক্তদের নিয়ে নামহট্ট প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে বিনামূল্যে শ্রীমদভাগবতগীতা যথাযথ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ননী গোপাল দাসের পিতা শ্রীপাদ ভদ্র দাস।তাকে বড়েঙ্গা দাসপাড়া বৈদিক গীতা স্কুল ও নামহট্ট সংঘের প্রধান উপদেষ্টা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HG লীলাময় বলরাম দাস। তিনি ভাগবত প্রবচন দেন ও বৈদিক গীতা স্কুল ও নামহট্ট সম্পর্কে দিক নির্দেশনা মূলক কথা বলেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HG ব্রজনন্দ শ্রীহরি দাস, HG তপন দাস, HG সুজন দাস ,HG গৌতম দাস, HG শান্ত দাস, সুশান্ত দাস ও উজ্জ্বল দাস প্রমুখ।প্রতি সপ্তাহে গীতা ক্লাশ করাবেন HG রিপন দাস। অনুষ্ঠান শেষে সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।