ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে OAB FOUNDATION এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স এ অভার অল বাংলাদেশ (OAB Foundation) ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

২০১৮ সালে “গড়বো সমাজ, গড়বো দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে ওভার অল বাংলাদেশ (ওএবি) নামক সংগঠনের। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ, মানবাধিকার, নারী স্বাস্থ্য, শিশু বিকাশ, এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করছে। এর পাশাপাশি, স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই জ্ঞান ভিত্তিক এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছে অভার অল বাংলাদেশ (OAB Foundation)।

বিগত বছরগুলোর ন্যায় এবারও অভার অল বাংলাদেশ (OAB Foundation) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভার অল বাংলাদেশ (OAB Foundation) ফাউন্ডার এন্ড ডিরেক্টর আসাদুজ্জামান তুহিন ও হেড অব এইচআর, ফয়সাল তাহসান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান ইকবালের কুরআন তেলওয়াত মধ্যে দিয়ে শুরু করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি, ডেপুটি ডিরেক্টর ডিপার্টমেন্ট অব ইউথ ডেভেলপমেন্ট ঢাকা ডিস্ট্রিক্ট, এ কে এম শাহরিয়ার রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইবনুক সায়েদ রানা (চেয়ারম্যান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন), মীর মোহাম্মদ আলি (সহকারী অধ্যাপক শের এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),শাইরা মতিন (সিনিয়র সহকারী অধ্যাপক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ),আসিফ মইনুর চৌধুরী( ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট সেন্টার ফর পারটিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) অন্যান্য অথিতিগণ।
এ সময় সবার অংশ গ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স। পুরো কনফারেন্স জুড়ে জমকালো আলোকসজ্জা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে র‍্যাপেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সবুজ বৃক্ষ গাছ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অভার অল বাংলাদেশ (OAB Foundation) এর ফরহাদ হোসেন (গ্রাফিক্স এন্ড ভিডিও টিম) ফারহানা আলম জেসি (মেম্বার Climate Action team) মোঃ হাসান (লিড আইটি টিম)আদিব ইমাম (মেম্বার,এইচ আর টিম) মাইমুনা রহমান (মেম্বার,নারী টিম) রাকিব মৃধা (ক্যাম্পাস এম্বাসেডর কোওর্ডিনেটর) নাসিম লিমন (মেম্বার,কনভেনর কমিটি) রাইসা মেহজাবিন,সোমেলি,হুমায়া তাসনিম,তুষার রাকিব,রামিসা গাজি এবং অভার অল বাংলাদেশ (OAB Foundation) এর সকল ভলেন্টিয়ার ও সদস্য গন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ