
নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আর মাত্র ৬ দিন বাকি আছে। বিরোধী দল বিএনপির কাছ থেকে নির্বাচনে অংশ নেবার আবাস এখনো মিলছে না। বিএনপির সিনিয়ন নেতাদের কেউ কেউ বলছেন , বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে যাওয়ার কোন সম্ভাবনা নেই। এ নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে নানান চিন্তা ভাবনা ও বিশ্লেষণ চলছে। এর মধ্যে নির্বাচন কমিশন বলছে বিএনপি নির্বাচনে আসতে চাইলে নির্বাচনী তফসিল পরিবর্তন করবে কি বিষয়টি ভেবে দেখবে। অভিজ্ঞ মহল মনে করছেন পর্দার আড়ালে বিএনপির সাথে কোন কথাবার্তা চলছে কিনা?শেষ সময় বিএনপি নির্বাচনে আসবে কিনা? বিষয়টি নিয়ে নানা অনুমান তৈরি হয়েছে। তবে বিএনপির হাইকমান্ডের অনেকেই বর্তমান কারাগারে মাঠ পর্যায়ের নেতাকর্মীর ও আত্মগোপনে। এমতবস্থায় বিএনপি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটাই এখন দেখার বিষয়।