ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন

নাগরিক সেবায় জনগণের প্রশংসনীয় চরবংশী ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী

নাঈম হোসেন রায়পুর,স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদে জনগণকে নাগরিক সেবা দিয়ে প্রশংসনীয় হচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তী ইউনুস সরকার গঠনের পর থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত না থাকায় নাগরিক সুবিধা পেতে বেগ পেতে হচ্ছিল সাধারণ জনগণকে কিন্তু কিছুদিন না যেতেই জণগণের সেবক হয়ে পাশে দাঁড়ান প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। জণগণ ৫ আগষ্টের পর থেকে প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এর কাছে এসে যেকোন ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হননি। সকল ধরনের নাগরিক সুবিধা খুব সহজে পেয়ে প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীকে নিয়ে প্রশংসা করেছেন অত্র ইউনিয়নের সর্ব সাধারণ জনগণ। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় প্রায় দুই থেকে তিন শতাধিক লোক নাগরিক সুবিধা নিতে এসে প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী কে নিয়ে গরীবের জনসেবক বলে প্রশংসা করেছেন। ভোটার তথ্য হালনাগাদ, জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ ইউনিয়নের সকল নাগরিক সুবিধা দিচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী। নিরলসভাবে জণগণকে নাগরিক সুবিধা দিতে পেরে প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী নিজেকে গর্বিত মনে করছেন।
প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এই প্রতিবেদককে বলেন, বর্তমানে ভোটার তথ্য হালনাগাদের কাজ চলছে, তাই ইউনিয়নে কাজের চাপ আগের থেকে একটু বেশি। সরকার নির্ধারিত অফিস সময়ের পরও প্রায়সময়ই রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। তবু কিছু করার নেই। অত্র ইউনিয়নের কারও যেন কষ্ট না হয় কেউ যেন হয়রানি না হয়, সেদিকে বিবেচনা করে মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি চাই সবাই যেন সঠিকভাবে নাগরিক সুবিধা পায়। অত্র ইউনিয়নের সবাই আমাকে ভালোবাসে তাই আমিও নিজেকে নাগরিক সেবায় উৎসর্গ করছি। বর্তমানে প্রতিদিনই দুই শত থেকে তিন শত লোক নাগরিক সুবিধা নিতে আসছেন। আমি সবাইকে আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান স্যার অত্র ইউনিয়নের বর্তমানে প্রশাসকের দায়িত্বে রয়েছেন। স্যার যখন যেভাবে নির্দেশনা দেন সেভাবেই নাগরিক সেবা দেওয়া হচ্ছে। স্যার নিজেও আন্তরিকতার সঙ্গে নাগরিক সেবায় কাজ করছেন। ”

শেয়ার করুনঃ