
প্রায় ১১ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা ইউরিয়া সার উৎপাদনে ফিরেছে। সেই শুরু হয়েছে সার সরবরাহ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন সিবিএ নেতা মোঃ আবু কাউসার
ও আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ। সার কারখানা কর্তৃপক্ষ ও সিবিএ নেতৃবৃন্দের সুত্রমতে জানা যায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১শ’ টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত ২১ ফেব্রুয়ারি(২০২৪) থেকে ১১০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।এরপর সারকারখানাটিতে পুনরায় গ্যাস সরবরাহের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলনে নামেন কারখানার শ্রমিক কর্মচারীগণ। কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ও করেন তারা। শুধু তাই নয়, মানববন্ধন ও আন্দোলনের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও প্রদান করেন তারা। পরবর্তীতে গত বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।
গ্যাস সরবরাহ শুরু হলেও কিছু কারিগরী ত্রুটি ও গ্যাসের চাপ তথা নির্ধারীত প্রবাহ না থাকায় উৎপাদনে যেতে পারছিলেননা কারখানাটি। কারখানায় নিয়োজিত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ আবারও আন্দোলনে নামেন নির্ধারিত গ্যাসের প্রবাহ বা চাপ বৃদ্ধির জন্য। কারখানার সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনে নামার সাথে সাথে কারখানা সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের নিকট স্মারক লিপি ও প্রদান করেন। গ্যাসের নির্ধারিত চাপ বা প্রেসার না পাওয়ার কারনে গত ২২ জানুয়ারি এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।
কারখানার সিবিএ সাধারন সম্পাদক মোঃ আবু কাউসার জানান,২৩ জানুয়ারি (২০২৫) বৃহস্পতিবার টেকনিক্যাল প্রসেস প্যারামিটার টিউনিং করে
কম প্রেশারেই (প্রসেস মডিফিকেশন করে) কারখানাটি চালু করা হয়। এর ফলে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পুনরায় দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে কারখানাটি চালাইতে সক্ষম হয়েছি এবং সেই সাথে সার উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ সারকারখানাটি।শুরু হয়েছে সার উৎপাদন।
তিনি আরো বলেন, উৎপাদন শুরু হওয়ার ফলে কারখানায় কর্মরত সকল শ্রেনীপেশার লোকজন আনন্দিত ও খুশী হয়েছেন। তাদের মুখে সামান্যতম হলেও হাসির ঝলক ফুটেছে।
বিষয়টি সম্পর্কে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ যিনি বিগত দিনে অনেকবার কল রিসিভ করেননী, তিনি জানান
‘গ্যাস সরবরাহ শুরুর পর ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। কিছু যান্ত্রিক ত্রুটি ও গ্যাসের চাপ কিছুটা কম হওয়ার কারনে পুরোপুরীভাবে সার উৎপাদনে যেতে পারছিলেননা কারখানাটি। অবশেষে
বেশ কয়েকটি টেকনিক্যাল ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে আশুগঞ্জ সারকারখানাটিতে।