
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে আটটি মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ মো.লিটন মোল্লা ওরফে রাংগা লিটন ওরফে ডাকাত লিটন (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি ) রাত পোনে ১ টায় মিরপুর মডেল থানার ৬০ ফিট রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়,শুক্রবার থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার,মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬০ ফিট রোড এলাকা থেকে লিটনকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃত লিটন একজন পেশাদার মাদক কারবারি ও চাঁদাবাজ। সে মিরপুর এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয়,চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়,লিটনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা,কোতোয়ালি,পল্টন ও মিরপুর মডেল থানায় মাদক,চাঁদাবাজি,দস্যুতাসহ নানা অপরাধে ছয়টি মামলা রয়েছে। এছাড়া শরীয়তপুর জেলার সখিপুর থানায় একটি এবং ঢাকা জেলার সাভার থানায় একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে