
কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ব্রহ্মপুত্র নদের চরে আটকে ছিল ১১ যাত্রীসহ একটি নৌকা। ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) উলিপুর পল্লীবিদ্যুতের ৯ জন কর্মী ও নৌকার মাঝিসহ মোট ১১ জন স্টাফ নৌকাযোগে সাহেবের আলগা ইউনিয়নের খেয়ারচর ঘাট থেকে মেকুরের আলগা ঘাট যাওয়ার পথে ঘন কুয়াশায় পথ ভুলে মাদারের চরের কাছে অজানা একটি চরে আটকে পড়েন তারা। এসময় পল্লীবিদ্যুতের এক কর্মী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবগত করেন। পরে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আটকে পড়া নৌকাটিসহ ১১ জনকে উদ্ধার করা হয়। পরে পথ দেখিয়ে নিরাপদে তাদের পৌঁছে দেয়া হয়েছে।