
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ মুন্নি আক্তার (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) থানার দুলালাবাদ ৩ নম্বর রেল গেট সিগন্যাল কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকাসহ একটি মোবাইল জব্দ করা হয়।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমিত্র সরকার জানান,গ্রেফতার মুন্নি আক্তারের কাছ থেকে প্রথমে ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
পরবর্তীতে তার দেখানো মতে ২ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। ওজন করে দেখা যায় প্রতি বস্তায় ১০ কেজি করে গাঁজা ছিল। গ্রেফতার নারীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলাটিতে গ্রেফতার দেখিয়ে নারী মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিআই/এসকে