চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামি মো. শাহাব উদ্দিন ওরফে সুমনকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার শাহাব উদ্দিন সন্দ্বীপের গাছুয়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে।
র্যাব জানায়,ভুক্তভোগী বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম সন্ধীপ উপজেলার গাছুয়া এলাকায় বাসিন্দা। তার জায়গায় আবু তাহের নামে একজন দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। ভুক্তভোগী আবু তাহেরকে জাহাঙ্গীর তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
গত ২০ জানুয়ারি জাহাঙ্গীর তার বসতঘরের বিশ্রামে ছিল। এসময় তাকে মুঠোফোনে সুমন নামে একজন কল করে পার্শ্ববর্তী এলাকার আব্দুর রহিমের পুকুর পাড়ে যেতে বলেন। তিনি সেখানে গেলে আগে থেকে উপস্থিত ছিলেন গ্রেফতার মো.শাহাব উদ্দিন সুমন। এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাব উদ্দিন ও তার সহযোগীরা মিলে জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন,ঘটনার পরদিন (২১ জানুয়ারি) ভুক্তভোগী জাহাঙ্গীরের স্ত্রী বাদী হয়ে অভিযুক্ত শাহাব উদ্দিনসহ মোট ৭ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত শাহাব উদ্দিন পালাতক ছিলেন। পরে রাজধানীতে র্যাবের হাতে তিনি গ্রেফতার হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুক্তভোগী জাহাঙ্গীরকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে জানান তিনি।
ডিআই/এসকে