
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে বৃহস্পতিবার ২৩ জানুয়ারী বিকাল ৩-৩০মিনিটে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিসিপিএ বাংলাদেশ শ্রীমঙ্গল চ্যাপ্টার এর উদ্যোগে একশ জন অসহায়, দুস্থ গরীব কৃষক ও কৃষানীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ এগ্রো অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক জনাব মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএ শ্রীমঙ্গল চ্যাপ্টারের সাধারণ সম্পাদক জনাব তাপস চক্রবর্তী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিপিএ শ্রীমঙ্গল এর সদস্য জনাব মোঃ ইমরান হোসাইন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের এগ্রো এসোসিয়েশনের সবেক সভাপতি মিমপেেক্স এগ্রোকেমিক্যাল লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার জনাব মোঃ মুখলেছুর রহমান যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সুমন, ডিএম জাহিদ, স্কয়ারের জনাব মোঃ কিবরিয়া, প্রাইম এগ্রো লিমিটেডে মার্কেটিং অফিসার আজিজুর রহমান আজিজ এবং শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের মিডিয়া ব্যক্তিবর্গ।