
কুড়িগ্রামের উলিপুরে এক হাজার দশজন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে । বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় উপজেলার বুড়াবুড়ি, হাতিয়া ও থেতরাই ইউনিয়নে শিশু আছে এমন মোট ১ হাজার ১০টি পরিবারের কাছে ২টি কম্বল, ২টি শিশুদের সোয়েটার ও নারীদের জন্য ১টি করে চাদর বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব কাজী মাহমুদুর রহমান, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি সারোয়ার হোসাইন, এন্টিসিপেটরী এ্যাকশন অফিসার তাজমুল ইসলাম, এমজেএসকেএস এর উপ-পরিচালক শ্যামল চন্দ্র সরকারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান বলেন, এই শীতবস্ত্র তীব্র শীতে অতি দরিদ্র মানুষদের অতুলনীয় উপকার করবে। তিনি দাতা সংস্থা ও এমজেএসকেএস কে ধন্যবাদ জানান এবং আরো বেশি সংখ্যক মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।