
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে পল্লী চিকিৎসকদের কে নিয়ে এক দিনের প্রশিক্ষণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷
আজ ২৩/০১/২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার বান্দাইখাড়া বাজারে চিকিৎসা ব্যাবস্হার নতুনতর দিকসমূহের আলোকে অফসোনিন ফার্মা লিমিটেড গ্রামীন পল্লী চিকিৎসকদের কে নিয়ে একদিনের সাধারণ রোগব্যাধি ও তার ব্যাবস্হাপনা বিষয়ে এক কর্মশালার ভিক্তিক পল্লী চিকিৎসকদের কে নিয়ে একদিনের সম্মেলনের ব্যাবস্হা গ্রহণ করিয়াছেন আয়োজনে অফসোনিন ফার্মা লিমিটেড নওগাঁ৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি
ছিলেন মোঃ ফয়েজ আহমেদ রেজুনাল ম্যানাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন
মোঃ তানিজুর রহমান এরিয়া ম্যানেজার নওগাঁ।
আরও উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক (s,mpo), মোঃ সহিদ সরকার (mpo)। প্রশিক্ষণ শেষে পল্লী চিকিৎসকদের মাঝে একটি করে ব্যাগ ও একটি বডি লুশুন উপহার হিসেবে সনার হাতে তুলে দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার সমিতির সভাপতি সরদার মোঃ আকরাম হোসেন।প্রশিক্ষণ শেষে ডাক্তার সরদার মোঃ আকরাম হোসেন সকল পল্লী চিকিৎসকদের কে ধন্যবাদ দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন৷