
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক অতিষ্ঠ পিতা মেয়েকে কুপিয়ে হত্যা করেছে ।
বুধবার (২২ জানুয়ারী) দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম রানু বেগম (১৫)। সে চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মঈনুদ্দিন এর মেয়ে ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , নিহত রানু বেগম প্রায় সময়ই মোবাইল ফোনে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো ।
নিজের মেয়েকে এ পথ থেকে ফিরিয়ে আনতে পিতা মইনুদ্দিন বারবার চেষ্টা করে ব্যর্থ হয় । ঘটনার দিন দুপুরে এ বিষয়ে মেয়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে পিছন থেকে ধারালো দা দিয়ে মেয়ের ঘাড়ে কোপ দিলে মেয়ের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মইনুদ্দিনকে গ্রেফতার করেন । ঘাতক মইনুদ্দিন মেয়ে হত্যার বিষয়ে সবার কাছে অকপটে স্বীকার করে । ঘাতক মঈনুদ্দিনের স্ত্রী ও নিহত রানু বেগমের মা শাহাদা বেগম জানান, মোবাইল ফোনের জেরে আমার মেয়েকে আমার স্বামী হত্যা করেছে ,আমি এই হত্যার বিচার চাই ।ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছে ।