ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ওসির অনিয়ম,মোহাম্মদপুর থানা ঘেরাও করলো স্থানীয়রা

রাজধানীর মোহাম্মদপুর থানায় অভিযোগ দিতে এসে ওসির হুমকির শিকার হয়েছেন এক ভূক্তভোগী। ওসির এমন হুমকির ঘটনায় মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা থানার সামনে অবস্থান নিয়ে ওসির অপসারনসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে।

স্থানীয় জনতার বিক্ষোভের খবর শুনে ওসি বৃহস্পতিবার সকালেই জরুরী ৫ দিনের ছুটি নিয়ে থানা থেকে বের হয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুর ১২ টায় মোহাম্মদপুর থানার সামনে বাসিন্দারা অবস্থান নিয়ে এ দাবি জানায়।

জানা গেছে, ৫ আগষ্টের পর যাত্রাবাড়ী থেকে পালিয়ে আসা এক আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার বাবু মোহাম্মদপুর এলাকায় এসে আশ্রয় নিয়েছে। এ এলাকায় এসে তার পূর্ব পরিচিত এক সাবেক সেনা কর্মকর্তার ব্যবসা প্রতিষ্ঠান দেখভাল করছিলেন। হঠাৎ করে ওই আওয়ামীলীগ নেতা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে উল্টা ওই আওয়ামীলীগ নেতার পক্ষ নিয়ে ভূক্তভোগী কে হুমকি দেয় ওসি। এছাড়াও, আরও জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামী খাল দখল করে গড়ে তোলা সিলিকন সিটির এমডি সারোয়ার খালিদ কে গ্রেফতারের পর মোটা অঙ্কের টাকা নিয়ে মাত্র একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। পাশাপাশি, বসিলা গার্ডেন সিটির শামীম কোম্পানী থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা নিয়ে শামীম কে গ্রেফতার না করে বসিলা ব্রীজ পাড় করে দিয়ে আসেন তিনি। এদের পাশাপাশি, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিম কে গ্রেফতারের পর তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। এমন নানা অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দারা থানার সামনে অবস্থান নেয়।

ভূক্তভোগী অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা আলমগীর কবীর জানান, ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যাত্রাবাড়ীর এক আওয়ামীলীগ নেতা আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়। সে এক সময় আমার সাথে ব্যবসা করতো। কিন্তু তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী অনেক হত্যা মামলা হওয়ায় এ এলাকায় আমার প্রতিষ্ঠানে এসে দেখভাল করবে বলে আমাকে অনুরোধ করে। আমি তাকে দায়িত্ব দেওয়ার পর সে ওসির সাথে মিলে আমার ব্যবসা প্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ আমাকে কোন সহায়তা না করে উল্টা তদন্তকারী অফিসার এএসআই হাসান আমার সাথে দেখা করে ১ হাজার পাঁচ’শ টাকা নেয়।

এরপরও আমাকে আইনি কোন সহায়তা না করার পর এ বিষয়ে আমি স্থানীয় বাসিন্দারা সহ থানায় ওসি’র সাথে কথা বলতে গেলে ওসি ওই আওয়ামীলীগ নেতার পক্ষ নিয়ে ১৫-২০ জন বাসিন্দাদের সামনে জোরে চেঁচামেচি করে আমাকে বলে, ৫-১০ হাজার টাকা দিলে এ এলাকা কিশোর গ্যাং কুপিয়ে ফেলে যায়।

কিন্তু আপনাকে এখনও কোপায় নাই কেন তা বুজতেছি না। চেঁচামেচি করে এমন হুমকি স্বরূপ কথা যদি ওসির মতো একটি দায়িত্বশীল লোক বলে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো। ওসির বক্তব্যে স্পষ্ট সে এলাকার সন্ত্রাসী বাহিনীর সঙ্গে আঁতাত রয়েছে। তাদের দিয়ে সে বিভিন্ন অপকর্ম করায়।

এ ঘটনায় থানার সামনে অবস্থান নেওয়া স্থানীয় বাসিন্দা পারভেজ হাসান সুমন বলেন, ভূক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েও কোন আইনি সহয়তা পায়নি। কারণ, ওসি আওয়ামীলীগ নেতা ও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে মিলে মিশে এ এলাকায় চাঁদাবাজি করে।

পাশাপাশি, এ এলাকা জুড়ে তিনি অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছেন। না হলে অপরাধপ্রবন এলাকায় দায়িত্বশীল একটি জায়গায় বসে থানায় আইনি সহায়তা চাওয়া ভূক্তভোগীকে কিভাবে ৫-১০ হাজার টাকায় কিশোর গ্যাং দিয়ে কুপিয়ে আহত করার ভয় দেখায়? এছাড়াও, তিনি এ এলাকা জুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিল হত্যার সাথে জড়িত একাধিক হত্যা মামলার আসামী খাল দখল করে গড়ে তোলা সিলিকন সিটির এমডি সারোয়ার খালিদ কে গ্রেফতারের পর মোটা অঙ্কের টাকা নিয়ে মাত্র একটি মামলায় তাকে আদালতে পাঠায়।

পাশাপাশি, বসিলা গার্ডেন সিটির শামীম কোম্পানী থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা নিয়ে শামীম কে গ্রেফতার না করে বসিলা ব্রীজ পাড় করে দিয়ে আসেন। এছাড়াও, বিভিন্ন আওয়ামীলীগ নেতাদের সাথে রাতের বেলা থানায় বসে দেন দরবার করে।

এদের পাশাপাশি, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিম কে গ্রেফতারের পর তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।

থানার সামনে আরেক বাসিন্দা জসিম উদ্দিন বলেন, এলাকায় ওসি এসে বাসিন্দাদের জন্য কাজ না করে আওয়ামীলীগের বিভিন্ন নেতা ও চাঁদাবাজদের সাথে মিলে চাঁদাবাজি শুরু করেছে। ভূক্তভোগীরা থানায় সেবা নিতে এসে উল্টা হয়রানীর শিকার হচ্ছে।

থানায় একটি অভিযোগ দেওয়ার পর তদন্তকারী অফিসার ও ওসি মিলে মিশে তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে অপরপক্ষ থেকে টাকা খেয়ে কোন আইনি সহায়তা না দিয়ে উল্টো হয়রানী করে। একজন দায়িত্বরত ওসি যদি সেবা নিতে আসা ভূক্তভোগীকে হুমকি দিয়ে বলে, ৫-১০ হাজার টাকা হলে কুপিয়ে রেখে যায়। আপনাকে এখনও কোপায় নাই কেন? এমন কথা একজন ওসি কিভাবে বলতে পারে। এমন অযোগ্য ও সন্ত্রাসীদের সহায়ক ওসিকে দ্রুত অপসারন করে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

থানার সামনে অবস্থানরত বাসিন্দারা থানার সামনে অবস্থানের পর ওসি’র সাথে কথা বলতে থানায় প্রবেশ করেন। এ সময় পাভেল নামে একজন নিজেকে ওসির ঘনিষ্ঠ দাবি করে বাসিন্দাদের হুমকি দেন। এর আগে গতকাল রাতে ফোন করে ওসির বিরুদ্ধে না যেতে হুমকি দেওয়া হয়।

যা নিয়ে বাসিন্দারা সরাসরি ওসির সাথে কথা বলতে গিয়ে দেখেন ওসি তার রুমে নেই। সে আজ সকালে বাসিন্দাদের থানার সামনে স্থানীয়দের অবস্থানের কথা শুনে জরুরী ছুটি নিয়ে থানা থেকে চলে গেছে।

এ সময় বাসিন্দারা থানায় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারেক সেকান্দার এর সাথে অবস্থানরত বাসিন্দারা ওসির নানা অপকর্মের বিষয়ে কথা বলেন। ভূক্তভোগীকে ওসির হুমকি ও আইনি সহায়তা না দেওয়া এবং হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতাদের থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয় এ পুলিশ কর্মকর্তা।

এ সময় পুলিশের এ কর্মকর্তা বলেন, অফিসার ইনচার্জ (ওসি) এর বিরুদ্ধে বাসিন্দাদের লিখিত অভিযোগ তিনি তার উর্ধতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়ে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানাবেন। পুলিশের এ কর্মকর্তার এমন আশ্বাসের পর ওসি’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি শেষ করেন বাসিন্দারা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ