ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে মেয়াদ উর্ত্তীণ তিন ইউপি চেয়ারম্যান বাতিল: প্রশাসক নিয়োগ

মেয়াদ শেষ হওয়ায় কারনে বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তিনটি ইউনিয়নের চেয়ারম্যানদের বাতিল করা হয়েছে।

এসব শুণ্যস্থানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার।।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফের স্বাক্ষরিত অনুমোদন প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

২২ জানুয়ারিবিষয়টি নিশ্চিত করেছেন
বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা।
তিনি বলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়াই চেয়ারম্যানদের বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। যাতে সেসব ইউনিয়নের জনগণরা সেবা থেকে বঞ্চিত না হয়। তাছাড়া এখন নতুন ভোটারদের হালনাগাদ চলমান রয়েছে। তাই সবকিছু বিবেচনা করে এই প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার।

বাতিলকৃত পরিষদ গুলো হলো -বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ।

প্রজ্ঞাপনে বলা হয়- স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (সংশোধিত ২০২৪) এর ১৮ ধারা অনুযায়ী বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের সরকারি ককর্মকর্তা/ শিক্ষকদের প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

আর এদিকে, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান পরিবর্তে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন নাইক্ষ্যংছড়ি সদরে যুব উন্নয়নের কর্মকর্তা মাহবুব ইলাহী, সোনাইছড়ি ইউনিয়নের উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতণ চাকমা ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের উপজেলার সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী মারমা। এছাড়াও ওয়ার্ড সদস্য হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পাশাপাশি কৃষি কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়।

উল্লেখ্য, গেল ৫ আগষ্টের পর স্বৈরাচারী আ.লীগ সরকার পতনের পর পালিয়ে যায় দলের অঙ্গসংগঠনের নেতাসহ জনপ্রতিনিধিরাও। এরপর থেকে দীর্ঘমাস ধরে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি চেয়ারম্যান না থাকায় জনগণদের সেবা পেতে ব্যঘাত ঘটেছিল। বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল ইউনিয়ন পর্যায়ের জনসাধারণ মানুষ। জনগনের সেবার মান নিশ্চিত করতে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

শেয়ার করুনঃ