
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে অনুষ্ঠিত বিয়া বাঁশি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২২ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়েছে। তবলছড়ি যতন কুমার কারবারিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় হাজারো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে তবলছড়ি ৫নং ওয়ার্ড কুমিল্লাটিলা যুব হিলস্টার ক্লাব এবং ৬নং ওয়ার্ড জিয়া স্মৃতি ক্লাব। দু’টি দলই নির্ধারিত সময়ে গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে কুমিল্লাটিলা যুব হিলস্টার ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জিয়া স্মৃতি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কুমিল্লাটিলা যুব হিলস্টার ক্লাবের জাহাঙ্গীর। সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হন মোল্লাবাজার দলের মামুন।
ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি তার বক্তব্যে বলেন, “সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় হাজারো ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন এবং খেলার উত্তেজনায় পুরো মাঠ আনন্দিত হয়ে ওঠে।