
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুর রহমান, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইখতিয়ার হোসেন,সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম, লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম এবং বেসরকারী সংস্থা ব্র্যাক প্রতিনিধি মাফুজা খাতুন। এসময় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ
থেকে নবম শ্রেণির ছাত্রী নুজহাত জাবিন ও আফিয়া ইসলাম অর্পি তাদের বক্তব্যে বাল্যবিবাহের কুফল তুলে ধরেন।
তারা বলেন, “বাল্যবিবাহ একটি কিশোরীর ভবিষ্যৎ নষ্ট করে এবং সামগ্রিকভাবে সমাজের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। নারীর শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করতে এই সমস্যার সমাধান করা জরুরি।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে একযোগে কাজ করাসহ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়।
বাল্যবিবাহ নিরোধ কর্মশালার আলোচনা শেষে ব্র্যাক১০০ জন শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।