
‘’নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা বন্ধে বিনিয়োগ করুন’’ এই প্রতিপাদ্যকে নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সপ্তাহ পালনের লক্ষ্যে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
শনিবার (২৫ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনাতয়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চলতি বছরের নারীর প্রতি দেশব্যাপী হওয়া সহিংসতার চিত্র তুলে ধরার পাশাপাশি কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ ।
তিনি বলেন,‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। আধুনিক এই সমাজে আর্থসামাজিক উন্নয়নে নারী ভূমিকা রাখলেও নারীর মানবাধিকার এখনও অর্জিত হয়নি।’
সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী বলেন,’কুড়িগ্রাম একটি দারিদ্র প্রবণ জেলা। এখানে নারীর প্রতি নির্যাতনের চিত্র কিছুটা কম হলেও গোপনে নারীরা নির্যাতিত হচ্ছেন। আমাদের আধুনিক এ সমাজে মেয়েদের বিজ্ঞান মনস্কভাবে শিক্ষাদানের মাধ্যমে বড় করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুক্তি চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
পরে নারী পরিষদের নেতৃবৃন্দ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সপ্তাহ পালনে শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগান ও লিফলেট বিতরণ করেন।