ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসবে উপছেপড়া ভীড়

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব’২০২৫ এ উপছেপড়া ভীড়ের কারনে অনেক আগ্রহী ক্রেতা তাদের পছন্দের বই ও প্রকাশনা কিনতে না পারায় মনক্ষুন্ন হতে দেখা গেছে।
২২ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় নগরীর জামালখান মোড়ে প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব কেন্দ্র উদ্বোধন করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর সভাপতি তানজির হোছাইন জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারী মোহাম্মদ মুমিনুল হক। স্টলে এসো আলোর পথে, নঈম সিদ্দিকীর চরিত্র গঠনে মৌলিক উপাদান, আমরা কি চাই, কেন চাই কিভাবে চাই, খুররম জাহ্ মুরাদের ইসলামী আন্দোলনের কর্মিদের পারস্পরিক সম্পর্ক, ইবনে মাসুমের মুক্তির পয়গাম, আ,জ,ম ওবায়েদুল্লাহ’র তরুন তোমার জন্য, কিশোর মনে ভাবনা জাগে, সাহসী মানুষের গল্প সিরিজ, মোদের চলার পথ ইসলাম, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের আহ্বান, ছোটদের ইসলামী অর্থনীতি, মোরা বড় হতে চাই সহ প্রায় শতাধিক রকম ইসলামী সাহিত্য, বিজ্ঞান বই, জিবনী গ্রন্থ, জনপ্রিয় শিশু কিশোর মাসিক পত্রিকা কিশোর কন্ঠ, ছাত্র সংবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশিত ক্লাশ রুটিন, ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, হরেক রকম স্টিকার, এ্যানুয়েল প্ল্যানার, পকেট ডায়েরী, নোট ডায়েরী, শিক্ষা সম্পর্কিত হরেক রকম পোস্টার নজর কেড়েছে সাধারন ছাত্র ছাত্রীদের। ছাত্রদের পাশাপাশি প্রচুর সংখ্যক ছাত্রী সারাদিন স্টল থেকে তাদের পছন্দের বই ও প্রকাশনা ক্রয় করতে দেখা গেছে। আগ্রহী ক্রেতাদের চাহিদা পুরনে স্টলের দায়িত্বে নিয়োজিত শিবিরের দায়িত্বশীলদের হিমশিম খেতে হচ্ছে।
স্টল পরিদর্শনে আসা চট্টগ্রাম মহানগর শিবিরের সভাপতি তানজির হোছাইন জুয়েলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের সাধারন ছাত্র ছাত্রীদের প্রানের সংগঠন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দেড় দশক ধরে ইসলামী আন্দোলনের তথা শিবির কর্মিদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়ে ইসলামী ছাত্রশিবিরকে সাধারন ছাত্র ছাত্রীদের থেকে বিচ্ছিন্ন ছাত্র সংগঠনে পরিনত করার হীন প্রয়াস চালিয়েছে। বাংলাদেশের উম্মুক্ত পরিবেশে আমাদের গঠনমুলক এ্যাক্টিভিটিজ, প্রকাশনাগুলোকে সাধারন মহলে তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। আমরা আমাদের এ কর্মসুচীতে দেশের আপামর জনতার আগ্রহ ও ভালবাসা দেখে মহান রবের দরবারে শোকরিয়া জানাই।
স্টলের দায়িত্বে থাকা ইসলামী ছাত্র শিবির কোতোয়ালী থানা উত্তরের সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, আমাদের স্টল উদ্বোধনের পর থেকে ছাত্র ছাত্রীদের আগ্রহ ও উৎসাহ দেখে আমরা আল্লাহর দরবারে শোকরিয়া জানাই, ২ দিন ব্যাপী আয়োজিত এ উৎসবে বই ও প্রকাশনা বিক্রয় আমাদের টার্গেটকে প্রথম দিনের অর্ধেক সময়েই অতিক্রম করেছে, এতে প্রমানিত হয় যে ইসলামী ছাত্র শিবিরের প্রতি সাধারন ছাত্র ছাত্রীদের আস্থা ও আগ্রহ কতটুকু। এ উৎসবে আলাদা করে শিবিরের সমর্থক ফরম পুরন করে ইসলামী ছাত্রশিবিরের প্রাথমিক জনশক্তি হিসাবে সংগঠনে অন্তর্ভূক্তির সুযোগ রাখা হয়েছে। যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী লাইন ধরে স্বদ্যোগো শিবিরের সমর্থক ফরম পুরন করে জমা দিচ্ছে।

শেয়ার করুনঃ