
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সিদ্দিকুর রহমান রাজার মিল চত্বরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার যুগ্ম-সাধারণ মোঃ মাযহারুল ইসলাম হিরা ও মোঃ মাহবুব আলম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,উপজেলা জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি মোঃ সামসুল হক,আত্রাই বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন প্রমুখ।