
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস ভর্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেলেন মাধবপুরের মেয়ে নুসরাত জাহান সারা।গত রোববার ২০২৪- ২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায় সে উত্তীর্ণ হয়েছে।নুসরাত জাহান সারা মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা “এশিয়ান টিভির প্রতিনিধি” সাংবাদিক আজিজুর রহমান জয় এর ২য় সন্তান। ন
জানা গেছে, নুসরাত জাহান সারা’র বড় বোন রামিশা আনজুম মাইশাও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্রী। ফলে এবার একই মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেল দুই বোন।
নুসরাত জাহান সারা গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, বড় বোন রামিশা আনজুম মাইশা যখন সিলেট ওসমানী তে সুযোগ পেল তখন থেকেই নিজেকেও মেডিকেলে পড়ার জন্য তৈরি করছিলাম। হাটি হাটি পা পা করে স্বপ্ন বাস্তবে রূপ নিল।
নিজের মেধা, পরিবারের মা বাবার সহ শিক্ষকদের ঐকান্তিক চেষ্টা ও অনুপ্রেরণায় নিজের মনের ভেতরে লালন করা স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছে। কোন বাধাই আমাকে দমাতে পারেনি।
নুসরাত জাহান সারা’র এ সাফল্যের কথা শুনে মাধবপুর উপজেলার আদর্শ মডেল কলেজের শিক্ষক জালাল উদ্দিন লস্কর এ প্রতিবেদক কে বলেন, স্কুলে নুসরাত জাহান সারা ছিল ভদ্র ও বিনয়ী একজন ছাত্রী। আমার বিশ্বাস ছিল সে আগামীতে অনেক ভালো কিছু করবে। সে মাধবপুর উপজেলার সম্মান বৃদ্ধি করেছে। তিনি এই মেধাবী শিক্ষার্থীর জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। অনুরূপ নুসরাত জাহান সারা ও রামিশা আনজুৃম মাইশা’র জন্য দেশ বাসী সকলের কাছে দোয়া চেয়েছেন তার পিতা-মাতা সহ তাদের পরিবারের সকল সদস্য বৃন্দরা।